সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬
০৩:১৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১১, ২০২৬
০৩:২৪ অপরাহ্ন
পাঁচ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ
মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আলীনগর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জিসি/ ০৪