সিলেটে দীর্ঘদিন পর শুরু হচ্ছে ‘লেভেল-এ’ কোচিং কোর্স

ক্রীড়া প্রতিবেদক


অক্টোবর ১৪, ২০২৫
০৩:১৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২৫
০৩:২২ অপরাহ্ন



সিলেটে দীর্ঘদিন পর শুরু হচ্ছে ‘লেভেল-এ’ কোচিং কোর্স


সিলেটে দীর্ঘ প্রায় দেড় যুগ পর লেভেল-এ কোচিং কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট বিভাগের উদ্যোগে তিন দিনের এই কোর্স আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে। আগ্রহীদের আগামী ২০ অক্টোবরের মধ্যে নাম আবেদন করতে হবে।

সিলেট বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত পরিচালক, প্রাক্তন ক্রিকেটার ও কোচ রাহাত শামস এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘তৃণমূলে ক্রিকেটকে আরো শক্তিশালী করতে এ ধরণের কোচিং এর বিকল্প নেই। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিসিবির নতুন কমিটি দায়িত্ব নিয়েই সিলেটে দীর্ঘদিন পর ‘লেভেল-এ’ কোচিং কোর্স আয়োজন করতে যাচ্ছে।’

তিনদিনের এই কোচিং আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘আগ্রহীদের আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রাক্তন ক্রিকেটাররা অগ্রাধিকার পাবেন।’

বিসিবি সূত্রে জানা গেছে, আবেদনকারীদের বয়স অবশ্যই অনুর্ধ্ব-২১ হতে হবে। জেলা, বিভাগ, ক্লাব বা একাডেমি পর্যায়ের খেলোয়াড়, কোচ, ক্রিকেট সংগঠক হিসেবে অভিজ্ঞরা আবেদন করতে পারবেন। তবে প্রাক্তন ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে তাদের অভিজ্ঞতার তথ্য সম্বলিত সংক্ষিপ্ত সিভি জমা দিতে হবে। 

বিসিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার, কোচ ও ক্রীড়া সংগঠক আলী ওয়াসিকুজ্জামান অনি। সেখানে তিনি লিখেছেন, ‘অনেক বছর পর সিলেট বিভাগে স্থানীয় ক্রিকেট কোচদের জন্য প্রাথমিক কোচিং কোর্স অর্থাৎ ‘লেভেল এ’ কোর্স করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ ব্যাপারটি নিয়ে অবহেলা করা হয়েছে, এই অঞ্চলে যথাযথ মানসম্পন্ন নতুন কোচ সৃষ্টিতে উদাসীনতা ছিল। শেষবার সম্ভবত ২০০৭-৮ সালে জাহেদ আহমদ চৌধুরী (প্রাক্তন ক্রিকেটার) ভাই ও আমি একটি উদ্যোগ নিয়ে একটি লেভেল-এ কোচিং কোর্স করাতে পেরেছিলাম। এর পরে সিলেটে এমন কোর্স হলে আমার জানা নাই।’

গত ১৫ বছরে দুচারজন সৌভাগ্যবান ছাড়া আর কেউ বিসিবির কোচিং প্রশিক্ষন এর সুযোগ পাননি মন্তব্য করে তিনি লিখেছেন, ‘সিলেটের নানা একাডেমি বা জেলা পর্যায়ে নানা দল বা ক্লাবে অনেক সাবেক খেলোয়াড় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা সঠিক কোচিং প্রশিক্ষন পাচ্ছিলেন না। এই কোর্সের মাধ্যমে শুধু তারা উপকৃত হবেন তা শুধু নয়, আসল উপকার হবে আমাদের তৃনমুল এর খেলোয়াড়দের। খেলাটির উন্নতি তো এই তৃনমুল থেকেই করতে হবে।’

দ্রুত সময়ের মধ্যে এমন উদোগ নেওয়ার জন্য বিসিবির নবনির্বাচিত পরিচালক রাহাত শামসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই উদ্যোগের দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার সিলেটের বিসিবি পরিচালক রাহাত শামস এবং বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি ভবিষ্যতে ঢাকায় সীমাবদ্ধ না থেকে  সিলেট বিভাগ সহ অন্যান্য বিভাগে আরো উচ্চতর কোচিং কোর্স করানো হবে।’


এএফ/০১