শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ী স্বপন গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি


সেপ্টেম্বর ২০, ২০২৫
০৭:৩০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২৫
০৩:৩১ অপরাহ্ন



শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ী স্বপন গ্রেপ্তার


শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত স্বপন শ্রীমঙ্গল পৌরসভার সোনার বাংলা রোড এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চেনে স্থানীয়রা। শ্রীমঙ্গল থানার ওসির নেতৃত্বে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

এর আগে গত ২৪ আগস্ট রাতে স্বপনের বাড়ির সামনে থেকে স্থানীয় জনতা ইয়াবাসহ আকাশ দাশ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল। ওই ঘটনায় আকাশ দাশ ও স্বপন মিয়াকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়। তবে সেদিন মূল হোতা স্বপন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে স্বপনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আজ ( শনিবার) দুপুরে স্বপন মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



জিকে-০১/এএফ-০৫