সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বড় ভাইয়ের আঘাতে প্রাণ হারালেন ছোট ভাই

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৭, ২০২৫
০১:৩২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২৫
০১:৩৬ অপরাহ্ন



সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বড় ভাইয়ের আঘাতে প্রাণ হারালেন ছোট ভাই

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বড় ভাইয়ের আঘাতে প্রাণ হারালেন ছোট ভাই


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়  মসজিদে এশার নামাজ আদায়কালে বড় ভাইয়ের আঘাতে প্রাণ হারালেন ছোট ভাই । পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে  খবর পাওয়া গেছে।

বুধবার (১৬ জুলাই) রাত পৌনে নয়টার দিকে উপজেলার চরগাঁও গ্রামে একটি মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান (৬০) চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে। এ ঘটনায় বড় ভাই লুৎফুর রহমানকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, মজিবুর ও লুৎফুর রহমানের মধ্যে বাড়ির জমি নিয়ে  বিরোধ চলছিল ।  ঘটনার দিন দুপুরেও এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

রাতে মজিবুর রহমান এশার নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে গেলে বড় ভাই লুৎফুর রহমান মসজিদের ভেতরে ঢুকে মুগুর দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হলে সেখানেই রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এই ঘটনার পর পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমার গুরুত্ব সহকারে দেখছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

জিসি / ০১