সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৩, ২০২৫
০৩:৩৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২৫
০৩:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জ সীমান্তে মানব পাচারের সময় আটক ৬
দোয়ারাবাজার উপজেলার ইদুকোণা সীমান্ত এলাকা থেকে চারজন পাচার হওয়া বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ২৮ বিজিবির বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এর কাছাকাছি ইদুকোণা এলাকা থেকে তাদের আটক করে।
আটক পাচারকারীরা হলেন, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা গ্রামের আবুল হোসেনের পুত্র মো. ইমন হোসেন (২২), মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হোসেন (৫৫)। পাচার হওয়া চার বাংলাদেশি নাগরিক হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের পুত্র মো. নুর ইসলাম মোড়ল (২০), কুটি মিয়ার পুত্র মো. লিটন মির (৫০), মৃত জাফর মোল্লার পুত্র মো. নজরুল ইসলাম (৪০) ও মৃত সাইদুর রহমানের মো. শাহিন মিয়া (৩০)।
বিজিবি সূত্রে জানা যায়, আটক শাহিন মিয়া ইতঃপূর্বে ভারতে প্রবেশ করেছিলেন এবং এদিন বাকি তিনজনকে ভারতে পাচারের উদ্দেশ্যে একত্রিত হন। তবে সীমান্ত টহল দলের তৎপরতায় তারা আটকের মুখে পড়েন। এ সময় পাচারকারী চক্রের আরও একজন সদস্য উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা গ্রামের আবুল হোসেনের পুত্র মো. আরমান হোসেন (২৫) পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ৩-৪ মাস কাজ করার পর দেশে ফিরে আসতেন। এই চক্র অর্থের বিনিময়ে মানব পাচারে জড়িত। আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
জিসি / ০৫