সিলেট মিরর ডেস্ক
মে ০৪, ২০২৫
০৩:০৭ অপরাহ্ন
আপডেট : মে ০৪, ২০২৫
০৩:০৭ অপরাহ্ন
তাহিরপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের ঘটনায় গ্রেপ্তার ৩
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এক ছাত্রীকে উত্যক্তের ঘটনায় দায়েরকৃত মামলায় তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার মধ্য রাত থেকে ভোর ৫ টা পর্যন্ত তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে এএসআই মোফাজ্জল,এএসআই রাজুসহ একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হলেন- উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী নয়াহাটি গ্রামে মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), আলমগীর এর ছেলে মারুফ মিয়া (২৬), জাহাঙ্গীর এর ছেলে তৌশিক মিয়া (২২)।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, টানা অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি আলিয়া মাদ্রাসার আসা ও বাড়ি যাওয়ার পথে দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরেই উতক্ত করে আসছিল স্থানীয় কিছু যুবক। গত সোমবার(২৮ এপ্রিল) বিকেলে বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা মুচি বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে আবারও উতক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ঐ যুবকদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নজরুল ইসলাম (৩৫)। আহত নজরুল ইসলাম ঐ দুই ছাত্রীর চাচা ও একেই ইউনিয়নের পুরান বারুংকা গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় অভিযুক্তরা হলেন- একেই ইউনিয়নের বালিজুরী নয়াহাটি গ্রামে মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫),মুজিবুর রহমানের ছেলে হিমেল (২২),আলমগীর এর ছেলে মারুফ মিয়া (২৬),জাহাঙ্গীর এর ছেলে তৌশিক মিয়া (২২) ও হাবিব মিয়ার ছেলে রকি (২৩)। তার নাম উল্লেখ কের তাহিরপুর থানার লিখত অভিযোগ দায়ের করেছেন সাজিদ মিয়া।
জিসি / ০৬