খনিজ বালি চুরি গ্রেফতার ৪

সিলেট মিরর ডেস্ক


মে ০৩, ২০২৫
০৩:০৯ অপরাহ্ন


আপডেট : মে ০৩, ২০২৫
০৩:০৯ অপরাহ্ন



খনিজ বালি চুরি গ্রেফতার ৪

খনিজ বালি চুরি গ্রেফতার ৪


খনিজ বালি চুরির ঘটনায় ট্রলি বোঝাই বালিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পূর্ব কাছিরগাতি গ্রামের আব্দুল মান্নান, একই উপজেলার একই গ্রামের নবী নুর, রহমত আলী, মনির হোসেন।

শুক্রবার তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বৃহস্পতিবার জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তঘেঁষা ইজারাবিহিন খাস খতিয়ানভুক্ত পতিত ভূমি থেকে খনিজ বালি উত্তোলন করে সড়ক পথে তাহিরপুরে আনার পথে ট্রলিসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ট্রলি ও খনিজ বালি। জব্দকৃত ট্রলি ও বালির মূল্য প্রায় ৩ লাখ ৩ হাজার ৬শ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে।

জিসি / ০৫