দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৯, ২০২৫
০২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২৫
০৩:০১ পূর্বাহ্ন



দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ওই গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেহরি খেয়ে বাড়ির উঠানে বের হন সাইদুল। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।’

জিসি / ০৪