ভারত থেকে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৯, ২০২৪
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২৪
০৭:৫৩ অপরাহ্ন



ভারত থেকে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক


ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীর সীমান্ত এলাকায় নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তিনি বিজিবির হাতে আটক হন।

আটককৃত ব্যক্তির নাম গিলবার্ট। তার সাথে থাকা পাসপোর্টের তথ্য মতে, তিনি গত ২১ মে নাইজেরিয়া থেকে বিমানে ২২ মে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে নামেন। ভারত কয়েকমাস থেকে ২৯ ডিসেম্বর অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তার সাথে ব্যবহ্নত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল ও পোশাক সামগ্রী ছিল।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিককে আটক করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জিসি / ০২