জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন জৈন্তাপুর

ক্রীড়া প্রতিবেদক


নভেম্বর ০৪, ২০২৫
১১:২২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২৫
১১:২২ অপরাহ্ন



জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন জৈন্তাপুর
জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল


তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সিলেটে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েয়ে জৈন্তাপুর উপজেলা। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা গোলপগঞ্জকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে সিলেট জেলা স্টেডিয়ামে দুপুরের পর থেকে ফুটবলমোদীদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিদ্বন্দ্বী দুই উপজেলা থেকে বিপুল সংখ্যক দর্শক এসে গ্যালারিতে জড়ো হতে থাকেন। বেলা দুইটা ৪০ মিনিটে খেলা শুরুর আগেই বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে গ্যালারি উৎসবের আমেজ পায়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশারের অভাবে প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। 

দ্বিতীয়ার্ধের একেবারে শুরু থেকে গোলাপগঞ্জকে চেপে ধরার চেষ্টা করে জৈন্তাপুর। তাতে পরপর বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও কখনো ফরোয়ার্ডদের ব্যর্থতায় কখনো প্রতিপক্ষ দলের গোলরক্ষকের বিচক্ষণতায় কাঙ্খিত গোলের দেখা পায়নি জৈন্তাপুর। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বেশ কয়েকবার জৈন্তাপুরের সীমান্তে আক্রমণ শানায় গোলাপগঞ্জ কিন্তু গোলের দেখা মিলছিল না। খেলার শেষ দিকে মধ্য মাঠ থেকে গড়ে উঠা আক্রমণে মাঠের বা প্রান্ত থেকে বাড়িয়ে দেওয়া বল গোলবারের মুখে পেয়ে দূর্দান্ত নৈপুণ্যে গোল করেন জৈন্তাপুরে নাজিম সিকদার। 

জৈন্তাপুর এগিয়ে যাওয়ার পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে গোলাপগঞ্জ। শেষ সময়ের কয়েক মিনিটে দুই পক্ষই একাধিক আক্রমণ রচনা করলেও আর গোলের দেখা পায়নি। ফলে একমাত্র গোলে জৈন্তাপুর জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল শিরোপা জিতে।


টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পান জৈন্তাপুর কবির। এছাড়াও জৈন্তাপুরের  প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন একই দলের গোলরক্ষক হিলাল, টুর্নামেন্টের সেরা গোলরকজ্ষক হন গোলাপগঞ্জ উপজেলা দলের জুয়েল, সর্বোচ্চ গোলদাতা দক্ষিণ সুরমা দলের বক্কর, সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন গোলাপগঞ্জের পাপ্পু। তাদের সবাইকে ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হয়। 

ম্যাচ শেষে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক মো. সারওয়ার আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরের জামান চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন ব্যবস্থাপনা, শিক্ষা ও আইসিটি ) মাসুদ রানা। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বক্তব্য দেন সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী। 

সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ফুটবলে গোল্ডেন বয় খ্যাত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এবং টুর্নামেন্টের খেলা পরিচালনা উপ-কমিটির আহবায়ক সাহাজ উদ্দিন টিপু। 

সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, জৈন্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শাহজাহান আলী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও সাবেক ক্রীড়াবিদ বদরুজ্জামান সেলিম, গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, কাযনির্বাহী সদস্য রাফায়াত মালিক রাফী, মহিউদ্দিন রাসেল ও আজিজুর রহমান মিটন , ক্রীড়া সংগঠক ও ক্লাব-কর্মকর্তা হাজী মিলাদ আহমদ, রিয়াজ উদ্দিন হেলাল, ইউসুফ কবীর তুহিন ও নাসির উদ্দিন, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব আব্দুল আজিম প্রমুখ। 

টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানসমূহের হাতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ষ্পন্সর প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল ফুটবল একাডেমী, বিএফসি ফুটবল একাডেমী, বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকে ফুটবল একাডেমী, লাবলু ফুটবল একাডেমী, সুগন্ধা ফুটবল একাডেমী, ইনাতনগর স্পোর্টস ক্লাব এন্ড ফুটবল একাডেমী, এম আই রাহুল ফুটবল একাডেমী, এ্যাসিভ একাডেমী এন্ড কনসালটেন্সি।

টুর্নামেন্টের  চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা ফুটবল দল মেডেল , ট্রফি ও চ্যাম্পিয়ন প্রাইজমানি এক লাখ টাকা এবং রানার্স-আপ গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল মেডেল, ট্রফি ও রানার্স-আপ প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকার প্রাইজমানি ও স্মারক প্রদান করা হয়। 

টুর্নামেন্টে ফেয়ার প্লে পুরস্কার পায় যৌথভাবে ওসমানীনগর উপজেলা ফুটবল দল ও জকিগঞ্জ উপজেলা ফুটবল দল। সমাপণী অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের সেরা ফুটবলারকেও পুরস্কৃত করা হয়। এর মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট সদর উপজেলা দলের ইমন মির্জা, দ্বিতীয় ম্যাচে জৈন্তাপুরের নাজিম, তৃতীয় ম্যাচে বিশ^নাথের হাফিজুর রহমান, চতুর্থ ম্যাচে দক্ষিণ সুরমার বক্কর, পঞ্চম ম্যাচে বালাগঞ্জের জাকারিয়া, ষষ্ঠ ম্যাচে ওসমানীনগর দলের মিনহাজ, সপ্তম ম্যাচে গোলাপগঞ্জের জুয়েল, অষ্টম ম্যাচে সিলেট সিটি করপোরেশন দলের ফাহিম ম্যাচ সেরা হন। 

এছাড়া প্রথম কোয়ার্টার ফাইনালে জৈন্তাপুরের নাজিম, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ সুরমা দলের বক্কর, তৃতীয় কোয়ার্টার ফাইনালে ওসমানীনগরের জুয়েল, চতুর্থ কোয়ার্টার ফাইনালে গোলাপগঞ্জের পাপ্পু ম্যাচ সেরা হন। প্রথম সেমিফাইনালে জৈন্তাপুরের কুদ্দুস ও দ্বিতীয় সেমিফাইনালে গোলাপগঞ্জের শাহজাহান ম্যাচ সেরা নির্বাচিত হন। 

সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার ধারাভাষ্যকার কামরান হোসেনকেও সম্মাননা স্মারক দেওয়া হয়। 

জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থা ও সিলেট সিটি করপোরেনসহ ১৪টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।