সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৩, ২০২৫
০৩:১১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২৫
০৩:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ সীমান্তে উদ্ধার বিস্ফোরক নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
বিজিবির অভিযানে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী এলাকা থেকে উদ্ধার ২টি ডেটোনেটর এবং ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় কোম্পানীগঞ্জে তেলিখাল এলাকায় এসব ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়।
সীমান্তের নিরাপত্তার স্বার্থে এবং সীমান্তবর্তী জনগণের কথা বিবেচনা করে সীমান্ত হতে দূরবর্তী স্থানে এগুলোকে নিষ্ক্রিয় করা হয়।
এর আগে সুনামগঞ্জ জেলার ছাতকের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক এবং ২ টি ডেটোনেটর উদ্ধার করে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ছনবাড়ী বাজার থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)—এর একটি বিশেষ টহলদল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তী সময়ে তল্লাশী অভিযান পরিচালনা করে ছনবাড়ী বাজারের নিকটবর্তী বালুর স্তুপের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় ০১ টি বিদেশী রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক এবং ০২ টি ডেটোনেটর উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের সাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।’
জিসি / ০৪