নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩০, ২০২৬
০৩:০২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২৬
০৩:০২ পূর্বাহ্ন
প্রতি বছরের মতো এবারও সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে পিঠা উৎসব আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে নগরের সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এ আয়োজনের বাহারি দেশি পিঠার প্রদর্শনের পাশাপাশি থাকবে একক ও সমবেদ পরিবেশনা, সংগীত, নৃত্য, আবৃত্তি, পিঠামেলা ও প্রতিযোগিতা।
পিঠা উৎসবের সমন্বয়ক সুমন্ত গুপ্ত এসব তথ্য সিলেট মিররকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের। এটি পঞ্চবিংশতম আয়োজন।’