সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৬
০১:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৯, ২০২৬
০১:৩৮ পূর্বাহ্ন
মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমিদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন মাওলানা ভাসানী ফাউন্ডেশন নেতৃবৃন্দ।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সহ সভাপতি এ কে এম আহাদুস সামাদ ও মাহমুদুর রহমান চৌধুরী (ওয়েছ) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমিদকে গত ২১ জানুয়ারি দিবাগত রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে আছেন। আমাদের জানামতে গণ অভ্যূত্থান বিরোধী মামলায় উনি আসামী হওয়ার কথা নয়। তিনি বিগত জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহন করেছেন। আমরা তাহার নিঃশর্ত মুক্তি দাবি করছি।