সিলেটে আচরণবিধি লঙ্ঘন করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৯, ২০২৬
১০:১৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৯, ২০২৬
১০:১৪ অপরাহ্ন



সিলেটে আচরণবিধি লঙ্ঘন করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজমায়েত

সিলেট নগরের গুরুত্বপূর্ণ চার রাস্তার মোড় চৌহাট্টায় আচরণবিধি লঙ্ঘন করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে জিন্দাবাজারমুখী সড়কের মাঝখানে মঞ্চ স্থাপন করে এই গণজমায়েত শুরু হয়।

ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা মঞ্চে আসার আগেই গণজমায়েতস্থলে লোকসমাগম শুরু হয়। ফলে চৌহাট্টা পয়েন্টের জিন্দাবাজারমুখী সড়কটি পুরোপুরি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বাকি তিন সড়কে যান চলাচল চালু থাকলেও চৌহাট্টা ও আশপাশের এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়।

চৌহাট্টা এলাকায় সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তর থাকায় সারা দিনই এই সড়কে মানুষের চলাচল থাকে। গণজমায়েতের কারণে সড়ক ব্যবহারকারীদের দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়। জনগুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের আয়োজন করায় অনেক পথচারী ক্ষোভ প্রকাশ করেন।

সম্পর্কিত খবর