সিপিবি নেতা সুমনের মুক্তির দাবিতে প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৩, ২০২৫
০৮:৩৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২৫
০৮:৩৬ অপরাহ্ন



সিপিবি নেতা সুমনের মুক্তির দাবিতে প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের বিবৃতি


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি এবং জজকোর্ট সিলেটের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে ৪ টি মামলায় ‘মিথ্যাভাবে আটকাদেশ’ দিয়ে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র ইউনিয়ন সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ।

আজ সোমবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়ন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, শাহজালাল বিশ্ববিদ্যালয়, এম সি কলেজ, মদনমোহন কলেজ, সিলেট সরকারি কলেজ এবং সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন নেতৃবৃন্দ গণমানুষের নেতা এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য কমরেড আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।


পূর্বের সংবাদ-

সিপিবি নেতা সুমনের বিরুদ্ধে দুটি মামলায় রিমাণ্ড আবেদন না মঞ্জুর


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বিগত তিন দশকেরও বেশি সময় ধরে সিলেটের রাজপথে কৃষক শ্রমিক মেহনতী মানুষের আন্দোলন-সংগ্রামসহ সিলেটের যেকোনো লড়াই সংগ্রামে কমরেড আনোয়ার হোসেন সুমনের রয়েছে লড়াকু অবস্থান। একই সাথে পেশাগতভাবে ও তিনি জজকোর্ট সিলেটে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তার মত এমন সজ্জন, পরোপকারী, গণমানুষের নেতাকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে আটকাদেশ দেওয়া আইনের শাসনের পরিপন্থী।’

নেতৃবৃন্দ অবিলম্বে কমরেড আনোয়ার হোসেন সুমনের নিঃশর্ত মুক্তি দাবি করেন। ‌

কমরেড আনোয়ার হোসেন সুমনের মুক্তির দাবিতে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন সিলেট বিভাগের জেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী প্রাক্তন নেতৃবৃন্দ।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- ছাত্র ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন জি এস আব্দুল লতিফ, অ্যাডভোকেট নিলিমেশ ঘোষ বলু, আহমেদ আতাউল গণি, খাইরুল হাসান, অ‍্যাডভোকেট সমর বিজয় শী শেখর, আমজাদ খান, অ্যাডভোকেট এনাম আহমেদ, রমেন্দ্র কুমার চন্দ, গোপাল কর্মকার, অ্যাডভোকেট মাসুক মিয়া, রমাপদ ভট্টাচার্য জাদু, চিত্তপ্রিয় আচার্য গৌরা, অ‍্যাডভোকেট পিনাক রঞ্জন দেবনাথ, মনোজ দাস মিঠু, ইফতেখারুল হক পপলু, ফজলুর রহমান শিপু, নিরঞ্জন দাস খোকন, অ‍্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, ইসতিয়াক আহমেদ রানা, অ্যাডভোকেট মোস্তাকিম আহমেদ কাওছার, অ্যাডভোকেট বিদ্যুৎ দাস বাপন, হাসান শাহরিয়ার, মোঃ জয়নুল ইসলাম, উজ্জ্বল মজুমদার, মোফাজ্জল হক, মিজানুর রহমান নাসিম, এস কে শাকিল, সুশান্ত দাস প্রশান্ত, নন্দলাল দে, গোলাম রাব্বি চৌধুরী ওয়াফি, প্রশান্ত চন্দ্র চন্দ, মোহাম্মদ মতিউর রহমান, শহীদুজ্জামান পাপলু, চৌধুরী নাঈম বিন আতিক, বিশ্বপা ভট্টাচার্য মৌ, শাহ নেওয়াজ সোহাগ, অ্যাডভোকেট বিশ্বপা ভট্টাচার্য মৌ, রিপন ঘোষ, রনি দাশ, রনি সেনাপতি, মোহাম্মদ নাবিল এইচ, বিশাল দেব, নাহিদ হাসান প্রান্তিক, হিমেল হাসান বৈরাগী, লাকি রানী দাস, তনময় পাল, কিশোর আচার্য, আনোয়ার হোসেন, রাজিব নাইডু, সজীব বাবলু, জামিল হোসাইন, আরিফা খাতুন কচি, প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সিলেটের পুলিশ প্রশাসন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে সিলেটের গণমানুষের নেতা কমরেড আনোয়ার হোসেন সুমনকে মিথ্যা অভিযোগে প্রত‍্যেকটি মামলা থেকে অব্যাহতি প্রদান করবে। 

একই সাথে নেতৃবৃন্দ কমরেড আনোয়ার হোসেন সুমনের মুক্তি ও মামলা থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত দেশে এবং প্রবাসে ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতৃবৃন্দের উদ্যোগে সিলেটের প্রগতিশীল সংগঠনগুলোকে সাথে নিয়ে সোচ্চার গণ আন্দোলন গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন বলে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেন।


এএফ/০৩