সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে সচিবালয়ের আগুন : ফায়ার সার্ভিস

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৬, ২০২৪
০৭:৩০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২৪
১২:৫৭ পূর্বাহ্ন



সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে সচিবালয়ের আগুন : ফায়ার সার্ভিস

সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে সচিবালয়ের আগুন : ফায়ার সার্ভিস


সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের পর এবার সম্পূর্ণ নির্বাপণের ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে তবে বেলা ১১টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়। প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ২১১ জন কর্মীর নিরলস প্রচেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের।

এদিকে সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে পুরো সচিবালয় এলাকা।

জিসি / ০১