দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারল বাংলাদেশ

মিরর স্পোর্টস ডেস্ক


ডিসেম্বর ১১, ২০২৪
১১:০৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২৪
১১:০৬ পূর্বাহ্ন



দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারল বাংলাদেশ


এক দশক পর বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে শাই হোপের দল। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। এর আগে ২০১৪ সালে সর্বশেষ নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজ জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের নেতৃত্বে মাত্র ৩৬.৫ ওভারেই বাংলাদেশের লক্ষ্য তাড়ায় সফল হয়েছে। ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৫ বলে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভার ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্রেন্ডন কিং। আরেক ওপেনার এভিন লুইস ৪৯ ও কেসি কার্টি ৪৫ রান করেন। বিপরীতে বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও আফিফ হোসেন।

বাংলাদেশের ইনিংসে অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব ৯২ রানের রেকর্ড জুটি গড়েন। অষ্টম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুন করেছিল ৮৪ রান। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে এ জুটি গড়েছিল তারা।

ম্যাচে রিয়াদ সর্বোচ্চ ৬২, তানজিদ তামিম ৪৬ এবং তানজিম সাকিব ৪৫ রান করেন। উইন্ডিজদের হয়ে মাত্র ২২ রানে ৪ উইকেট নেন পেসার জেইডেন সিলস। গুদাকেশ মোতি নেন ২ উইকেট।

সিরিজের শেষ ওয়ানডে ১২ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এএন/০১