‘আগামী বছরই দেশের মানুষ রাজনৈতিক সরকার দেখবে’

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২৪
০৮:১২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৮, ২০২৪
০৭:৩৭ অপরাহ্ন



‘আগামী বছরই দেশের মানুষ রাজনৈতিক সরকার দেখবে’

‘আগামী বছরই দেশের মানুষ রাজনৈতিক সরকার দেখবে’


অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে।

রাজধানীর গুলশানে একটি হোটেলে আজ শনিবার সকালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার শুধু কিছু সংস্কারের দায়িত্ব নিয়েছে। তাই তাদের বেশিদিন ক্ষমতায় থাকার সুযোগ নেই।’

দেশের টাকা পাচারে বড় বড় শিল্পগ্রুপ জড়িত বলে জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘মানুষের টাকা এখন ব্যাংকে থাকলেও ব্যাংকের সব টাকা বিদেশে পাচার হয়ে গেছে। ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এর সঙ্গে বড় বড় শিল্প গ্রুপ জড়িত রয়েছে।’

সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।

জিসি / ০১