অস্ট্রেলিয়ার বিপর্যয় , ভারত জিতল ২৯৫ রানে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৫, ২০২৪
০৪:১৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২৪
০৪:১৮ অপরাহ্ন



অস্ট্রেলিয়ার বিপর্যয় , ভারত জিতল ২৯৫ রানে

অস্ট্রেলিয়ার বিপর্যয় , ভারত জিতল ২৯৫ রানে


অবশেষে ভারতের অপেক্ষার অবসান। পার্থে যে জয় হাতছানি দিচ্ছিল টেস্টের তৃতীয় দিনেই সেটি নাগালে এলো চতুর্থ দিনের তৃতীয় সেশনে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৩৮ রানে। তাতে ভারত ম্যাচ জিতেছে ২৯৫ রানের বড় ব্যবধানে।

প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছিল ১৫০ রানে। তবে অজিদেরও স্বস্তিতে থাকতে দেননি জাসপ্রিত বুমরা, হর্ষিত রানারা। অলআউট করে ১০৪ রানে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। জয়সওয়াল (১৬১) ও বিরাট কোহলির (১০০*) সেঞ্চুরিতে ভারত দ্বিতীয় ইনংস ৬ উইকেটে ৪৮৭ রানে ডিক্লেয়ার দেয়। তাতে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ৫৩৪ রান।

তৃতীয় দিন শেষ বিকেলে ১২ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড।

অস্ট্রেলিয়ার দুই ইনিংসেই ব্যর্থ ছিল টপ অর্ডার। প্রথম ইনিংসে দলীয় ৩১ রানেই টপ অর্ডারের চার ব্যাটার বিদায় নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের চার ব্যাটসম্যান বিদায় নেয় দলীয় ১৭ রানে। অজিদের দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের পরিমাণ কমাতে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক কামিন্স। কিন্তু তিনি আউট হন মাত্র ২ রানে।

এত কম রানে দুই ইনিংসেই টপ অর্ডারদের উইকেটের পতন আধুনিক ক্রিকেট ইতিহাসে দেখেনি অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার টপ অর্ডার দুই ইনিংস মিলে রান করেছে ৪৮।

এর আগে সর্বশেষ ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের প্রথম চার ব্যাটার মিলে দুই ইনিংসে ৩৮ রান করেন। একই বছর টেস্টে লর্ডস এবং সিডনিতে সমান ৪০ রান করে তোলেন অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার।

দ্বিতীয় ইনিংসে বুমরা ও মোহাম্মদ সিরাজ ৩টি করে উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক বুমরা।পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

জিসি / ০৪