কুয়াশা ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৫, ২০২৪
০৯:৪৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২৪
১১:৩৫ অপরাহ্ন



কুয়াশা ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর


দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (২৫ নভেম্বর) আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার সকাল থেকে পরবর্তী তিনদিন আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে, ১৩ ডিগ্রি সেলসিয়াস।

জিসি / ০২