সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪
০৮:৪৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২১, ২০২৪
০৮:৪৬ অপরাহ্ন
দায়িত্ব নিলেন আইজিপি ও ডিএমপি কমিশনার
বাংলাদেশে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাহারুল আলম। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. সাজ্জাত আলীও তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর আইজিপির দায়িত্ব নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাহারুল আলম।
এরআগে, গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।
এদিকে, ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান নতুন কমিশনার মো. সাজ্জাত আলীর দায়িত্ব গ্রহণের তথ্য নিশ্চিত করেছেন। তিনিও আজ সকালে দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে।
গতকাল বুধবার তাঁকে নিয়োগ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব শেখ মো. সাজ্জাত আলী (বিপি-৬১৮৬০০০৭৮৪)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
জিসি / ০৩