তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশের সময় ইয়াবাসহ যুবক আটক

প্রতিনিধি তাহিরপুর


নভেম্বর ১৮, ২০২৪
০১:৪৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২৪
০১:৪৫ অপরাহ্ন



তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশের সময় ইয়াবাসহ যুবক আটক


সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চারাগাঁও বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিল্লাল হোসেন এর ছেলে সাদেক আলী(২২)।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সীমান্ত পিলার ১১৯৫ এলাকার বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে চারাগাঁও বিওপির একটি দল। এসময় ইয়াবা নিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কলাগাঁও নামক স্থান থেকে ওই যুবককে আটক করা হয়। পরে যুবককের দেহ তল্লাশি করে দেড়শো পিছ ইয়াবা উদ্ধার করে বিজিবি। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির মিডিয়া সেলের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন আটক করা ওই যুবককে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



এএইচএম-০১/এএফ-০২