খেলা ডেস্ক
আগস্ট ০২, ২০২৪
০৬:৪৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২৪
০৬:৪৩ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা ও প্রাণহানীর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। যে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন শিক্ষক-শিল্পী-অভিনেতা-কবি-সাহিত্যিকরা। বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি অনেক ক্রিকেটারও এতে মৌন সমর্থন জানিয়ে ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন। কিন্তু ব্যতিক্রম থেকে যান সাকিব আল হাসান।
সাকিব কেন সমর্থন জানাননি, এই নিয়ে কানাডায় চলমান গ্লোবাল টি-টোয়েন্টি লিগে গ্যালারি থেকে তাকে প্রশ্ন ছুঁড়েন এক দর্শক। তাতে বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্ষেপে গিয়ে উল্টো সেই দর্শককে প্রশ্ন করেছিলেন, ‘আপনি দেশের জন্য কি করেছেন?’
সেই ঘটনায় সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়েছিল। এরই মধ্যে ফের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আন্দোলনের। আজ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছুড়ে মারে। পুলিশও তাদেরকে দমাতে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে।
দেশের এমন উত্তাল সময়ে একজন সংসদ সদস্য হয়েও সাকিব নেই তার সংসদীয় এলাকায়। দেশ ছেড়ে তিনি পড়ে আছেন সুদূর কানাডায়। তার মধ্যে আবার নতুন করে বিতর্ক উসকে দিয়ে সেখানে আজ তিনি পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে কানাডার শহর টরোন্টোর একটি পার্কে গিয়েছেন তিনি। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখান থেকে জানা গেছে, দেশের উত্তাল সময়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। দেশের এমন সময়ে একজন সংসদ সদস্য হয়েও তার এমন ঘুরে বেড়ানো দেখে মনে হয়েছে, ‘দেশ যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন।’
আরসি-০১