সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৫, ২০২৪
০৭:৩৮ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২৪
০৪:০৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শরীফ আহমেদ (২৩) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের আবুল কালামের ছেলে।
আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গাছে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে শরীফ আত্মহত্যা করে থাকতে পারেন তা জানা যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এএফ/০২