খেলা ডেস্ক
মার্চ ০৪, ২০২৪
০৭:০৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২৪
০৭:০৫ পূর্বাহ্ন
প্রায় দেড় মাসের ব্যাট-বলের লড়াইয়ের মাধ্যমে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের। এতে প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। শিরোপা জয়ী দলের নেতৃত্বে ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। বিপিএলের আসর শেষ হওয়ার পরদিনই আসরের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
যেখানে তামিমকে অধিনায়ক করে তারা টুর্নামেন্টসেরা একাদশে রেখেছে সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকেও। তবে সবমিলিয়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশালেরই আধিপত্য দেখা যায় সেরা এগারোতে। বরিশালের সর্বোচ্চ ৪ ক্রিকেটার জায়গা পেয়েছে সেই একাদশে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন রংপুর রাইডার্সের।
ইএসপিএন ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশ: তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, বাবর আজম, জিমি নিশাম, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফুদ্দিন, বিলাল খান, শরীফুল ইসলাম।
এএন/০১