খেলা ডেস্ক
মার্চ ০১, ২০২৪
০৭:১৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০১, ২০২৪
০৭:১৪ পূর্বাহ্ন
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (ইমজা) সিলেটের আয়োজনে চতুর্থ মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের দল আহ্বান করা হচ্ছে। সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে সরকারের নিবন্ধিত গণমাধ্যমের নামে দল অংশ নিতে পারবেন।অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইমজা, ফটোজার্নালিস্ট এসোসিয়েসন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, শাবিপ্রবি প্রেসক্লাব, সিকৃবি প্রেসক্লাব কিংবা এমসি কলেজ রিপোর্টাস ইউনিটের সদস্য হতে হবে। আগ্রহী খেলোয়াড়বৃন্দকে ড্রাফ্টে অংশ নিতে ২ মার্চ শনিবার রাতের মধ্যে সাকিব আহমদ মিটুর (০১৩২৪৭১০৩৯৭) কাছে নাম তালিকা ভূক্ত করতে হবে। সবার অংশগ্রহণে আনন্দঘন প্লেয়ার ড্রাফটের মাধ্যমে প্রত্যেক দলের সদস্যদের বেছে নেওয়া হবে।সিলেটের জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সিটির ৮ম তলায় ইমজা অফিসে আগামীকাল শনিবারের মধ্যে টুর্ণামেন্টে অংশ গ্রহণে ইচ্ছুকদের দলের নাম জমা দেওয়ার জন্য ইমজার সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ আহবান জানিয়েছেন।
এএন/০৩