সুরমা নদীতে ডুবে স্কুল ছাত্র নিহত

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৫, ২০২৪
১২:৫৩ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২৪
১২:৫৩ অপরাহ্ন



সুরমা নদীতে ডুবে স্কুল ছাত্র নিহত


সুনামগঞ্জ পৌর শহরের নবীনগরে সুরমা নদীতে ডুবে ওবায়দুল হক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নবীননগর এলাকার ফারুক মিয়ার ছেলে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে নবীনগর বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় ফুটবল খেলছিল ওবায়দুল হকসহ এলাকার কিছু কিশোর ও তরুণ। এক পর্যায়ে সুরমা নদীতে ফুটবল পড়ে গেলে ফুটবল খোঁজে আনতে গিয়ে সুরমা নদীতে পড়ে নিখোঁজ হয় ওবায়দুল। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। 

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় ওবায়দুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন জানান, ছেলেটি আমার প্রতিবেশী। সে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে সাঁতার জানত না। সকালে ঘটনাস্থলের পাশেই ফুটবল খেলছিল। একসময় নদীতে ফুটবলে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী । 


এএফ/০১