আলোচনায় বিসিবির নির্বাচক প্যানেল

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ১২, ২০২৪
১২:২০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৪
১২:২০ পূর্বাহ্ন



আলোচনায় বিসিবির নির্বাচক প্যানেল
ক্রিকেট বোর্ডের সভা আজ


ছয় মাস পর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হবে। যেখানে মেয়াদোত্তীর্ণ নির্বাচক কমিটি, ভারত বিশ্বকাপের ব্যর্থতার কারণ, শেখ হাসিনা স্টেডিয়ামসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারেও আজ সোমবার আলোচনা হবে। 

রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সভায় অর্থনৈতিক ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। এছাড়াও আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট জানানো হবে। স্টেডিয়ামসংশ্লিষ্ট কিছু বিষয় অনুমোদনের জন্য বোর্ডে পেশ করা হবে।’

এবারের সভার অন্যতম আলোচ্য বিষয় নির্বাচক প্যানেল। গত বছরই শেষ হয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর প্যানেলের মেয়াদ। এবার নতুন কমিটি হবে নাকি পুরোনোদেরই মেয়াদ বাড়ানো হবে সেসব ব্যাপারে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

নিজামউদ্দিন বলেন, ‘বোর্ডে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। বাদ দেওয়ার বিষয় নিয়ে তো কেউ আলোচনা করেনি। নির্বাচকদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। পরবর্তী কমিটিতে কারা থাকবেন সেই বিষয়ে বোর্ডের নীতিগত অনুমোদন দরকার। সেজন্য ব্যাপারটা এজেন্ডায় রাখা হয়েছে।’

টি-টোয়েন্টিতে বিশ্বকাপ খুব কাছে চলে আসায় নির্বাচক কমিটিতে রদবদল হওয়ার সম্ভাবনা কম। তবে নতুন করে হান্নান সরকার কমিটিতে ঢুকতে পারেন বলে শোনা যাচ্ছে। এছাড়া বিশ্বকাপ ব্যর্থতার কারণ জানতে করা তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করবে। 

এএন/০১