খেলা ডেস্ক
জানুয়ারি ০৬, ২০২৪
০৬:৫১ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৬, ২০২৪
০৬:৫১ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র—এই দুই দেশে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডালাসে ১ জুন যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২০ দলের টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে দল থাকবে ৫টি করে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। বাংলাদেশ তাদের ৪টি ম্যাচের দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য দুটি খেলবে যুক্তরাষ্ট্রে।
এএন/০১