প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় সিলেট

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২০, ২০২৩
০৪:১১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২৩
০৪:১২ অপরাহ্ন



প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় সিলেট


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র .)-এর মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। 

আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, দুপুরে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.) এর মাজার এবং পরে হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সার্কিট হাউসে দুপুরের খাবার ও বিশ্রাম নিয়ে বেলা ৩টার দিকে জনসভা মঞ্চে উপস্থিত হবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। 


আরও পড়ুন-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন আজ


প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বিসয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান বলেন, ‘সব ধরণের প্রস্তুতি শেষ। প্রধানমন্ত্রীর ভাষণ শোনার অপেক্ষায় রয়েছে সিলেটবাসী।’

এদিকে সিলেটে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বিভাগের চার জেলার নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন শেখ হাসিনা। এ সময় তিনি সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায়ও অংশ নেন। তবে ২০১৮ সালের পর আজই প্রধানমন্ত্রী সিলেটে কোনো জনসভায় ভাষণ রাখছেন। দীর্ঘদিন পর আজকের আয়োজিত এ জনসভায় অন্তত ১০ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চাইছে আওয়ামী লীগ।


এএফ/০৩