প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন আজ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২০, ২০২৩
০৮:৩৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২৩
০৮:৩৭ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন আজ


পুণ্যভূমি সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনের প্রচার শুরু হচ্ছে আজ বুধবার। আনুষ্ঠানিকভাবে এই প্রচারাভিযান শুরু করতে আজ সিলেট সফরে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ সফরকে সফল করে তুলতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। 

সফরসূচি অনুযায়ী, এবারও নির্বাচনী প্রচারের জন্য আজ সকালে সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপর কুশল বিনিময় করবেন স্থানীয় নেতাদের সঙ্গে। বিকাল ৩টার দিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় জনসভায় যোগ দেবেন তিনি। এই জনসভা থেকেই নির্বাচনের প্রচারাভিযান শুরু করবেন শেখ হাসিনা। এ লক্ষ্যে সিলেটে জনসভাস্থল ও মঞ্চ প্রস্তুতের কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। এবার নৌকার আদলে তৈরি করা হচ্ছে জনসভামঞ্চ।  

জনসভাস্থলের চারদিকে নিরাপত্তা বেষ্টনী: জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠের চারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। পুলিশ বাহিনীর পাশাপাশি এসএসএফ এবং র‌্যাব সদস্যরা মাঠের চারদিকে অবস্থান করছে। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ফোর্স। নিরাপত্তার স্বার্থে জনসভাস্থলের দক্ষিণ পাশের চৌহাট্টা থেকে রিকাবী বাজারের ভিআইপি রাস্তাটির এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে।

জনসভার পাশাপাশি সিলেট নগরকেও নিরাপত্তার চাদরে ছেয়ে ফেলা হয়েছে। পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও নগরীজুড়ে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সিলেট মেট্রোপলিটন এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরে বিধি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সিলেটবাসী বরণ করে নিতে প্রস্তুত রয়েছে। নৌকার পক্ষে সিলেট থেকেই শুরু হবে গণজোয়ার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে নির্দেশনা দিয়ে যাবেন তা পালন করতে আমরা প্রস্তুত রয়েছি।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদ বলেন, জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। কারণ এ নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। তাই নির্বাচনী বার্তা পেতে তৃণমূলের সব নেতা সিলেট শহরে আসবেন নেত্রীর কথা শোনার জন্য। 

কর্মসূচির আগের দিন সরব বিএনপি: গত এক মাসেরও বেশি সময় ধরে, এমনকি হরতাল-অবরোধের সময়ও তেমন সক্রিয় না থাকলেও মঙ্গলবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেট সফরের আগের দিন রাজপথে সরব ছিল সিলেট জেলা বিএনপি। দুপুর ১২টায় নগরের শিবগঞ্জ এলাকায় হরতালের সমর্থনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়।

পথসভায় বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশীদ মামুন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও আহাদ চৌধুরী শামীম প্রমুখ।

এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, নগরীর প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি পাড়া-মহল্লার গলির মুখেও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে। এত নজরদারির মধ্যেও বিএনপি হরতালের সমর্থনে পিকেটিং, মিছিল ও পথসভা করেছে।

উত্তরবঙ্গে ভার্চুয়ালি জনসভা করবেন শেখ হাসিনা: এদিকে আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে, সিলেটের জনসভার পরদিন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বেলা ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এসব জনসভায় ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। ঢাকার বাইরে যেসব জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন তার প্রতিটিই হবে এই কার্যালয় থেকে।

সিলেটের সফরের পর আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরিশাল সফর করবেন। ওই দিন বেলা ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরদিন ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন নিজ জেলা গোপালগঞ্জ। এরপর যাবেন মাদারীপুরে। ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩-এ জনসভায় বক্তৃতা করবেন। এরপর তিনি মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। 


এএফ/০২