জুমার নামাজে ছুরিকাঘাত, প্রাণ গেল মুসল্লির

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২৫
১২:৩৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২৫
১২:৪২ অপরাহ্ন



জুমার নামাজে ছুরিকাঘাত, প্রাণ গেল মুসল্লির

জুমার নামাজে ছুরিকাঘাত, প্রাণ গেল মুসল্লির


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের সময় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) নামাজে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই গ্রামের আতিক মিয়ার ছেলে রুশেল মিয়া (২২) হঠাৎ ধারাল চাকু নিয়ে ইমরুলের ওপর হামলা চালান। মুহূর্তেই গুরুতর রক্তাক্ত অবস্থায় তিনি মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

নামাজে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, এলাকায় আগে ঘটে যাওয়া জাবেদ হত্যাকাণ্ডের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনো মামলা হয়নি, তবে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

জিসি / ০৪