সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৮, ২০২৫
১১:৫৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২৫
১২:০৪ অপরাহ্ন
টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস চালু
চালু হলো টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস। জনসাধারণের জন্য খুলে দেয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ আর ট্রেন এলেই রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্টের অবসান হলো।
শনিবার (৮ নভেম্বর) সকালে আান্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।
আন্ডারপাসটির নিচ দিয়ে ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
আর দুই পাশে রিকশা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীন ভাবে চলাচল করবে।
জিসি / ০১