খেলা ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২৩
১০:৫৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২৩
১০:৫৫ পূর্বাহ্ন
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে চাপে নাজমুল শান্তের বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসানের শুরু থেকেই হাঁসফাঁস অবস্থা। শুরুতে কিউই পেসারদের কোনোমতে সামাল দিলেও স্পিনাররা আক্রমণে আসতেই আরও নাজুক অবস্থায় পড়ে যান তারা। এ প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান।
আটোসাটো বোলিংয়ে বাংলাদেশকে শুরু থেকে বেঁধে রাখলেও ১১তম ওভারে এসে প্রথম সাফল্য পায় নিউজিল্যান্ড। স্পিনার মিচেল স্যান্টনার জাকিরকে আউট করলে ভাঙে উদ্বোধনী জুটি। ব্যক্তিগত ৮ রানে সাজ ঘরে ফেরেন তিনি। পরের ওভারে প্রথম বলে আউট হন জয়ও। তিনি প্যাভিলনে ফেরার আগে ১৪ রান করেন। তাকে ফেরান আরেক স্পিনার এজাজ প্যাটেল।
শুরুর ধাক্কা সামলে ওঠার আগে এজাজ প্যাটেল আবারও টাইগার শিবিরে আঘাত হানেন। তার বলে মুমিনুল হক (৫) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা টাইগার অধিনায়ক ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছে খাদের কিনারা থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। তিনিও মাত্র ৯ রান করে স্যান্টনারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন।
বিপর্যস্ত বাংলাদেশ দলের হাল ধরার চেষ্টায় এখন লড়ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। এ পর্যন্ত মুশি ১৮ রানে আর শাহাদাত ১৪ রান তুলেছেন।
বাংলাদেশের একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ডের একাদশ
টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।
এএফ/০৪