নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৩
০১:৪২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২৩
০৭:১১ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। সিলেট বিভাগের ১৯ আসনে মনোনয়ন পাননি একাধিক বর্তমান সংসদ সদস্য। আবার নতুন অনেকে মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন।
আজ রবিবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী সিলেট জেলা ছয় আসনের মধ্যে নতুন মুখ সিলেট-৫ আসনে। সেখানে নতুন মুখ প্রত্যাশিতই ছিল। কারণ বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচন করবেন না। সে প্রতিশ্রুতি রেখে তিনি মনোনয়ন যুদ্ধ থেকে নিজেকে বিরত রাখেন। তাঁর আসনে মনোনয়ন পান নতুন মুখ মাসুক উদ্দিন আহমদ। মাসুক উদ্দিন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি।
নতুন মুখ না হলেও দলীয় নির্দেশে বিগত দুই সংসদ নির্বাচনে সরিয়ে নেওয়া শফিকুর রহমান চৌধুরীকে সিলেট-২ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শফিকুর রহমান চৌধুরী এ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি।
বাকি চার আসনে দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্যরাই। তারা হলেন-সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ ও সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ।
পূর্বের সংবাদ পড়ুন- মৌলভীবাজারে নৌকার 'মনোনয়ন পাচ্ছেন' নাদেল |
মৌলভীবাজারের চার আসনের মধ্যে নতুন মুখ শফিউর আলম চৌধুরী ও জিল্লুর রহমান। এদের মধ্যে মৌলভীবাজার-২ আসনে নৌকার মনোনয়ন পাওয়া শফিউল আলম চৌধুরী নাদেল প্রথমবার দলের মনোনয়ন পেলেন। তিনি দলটির ময়মনসিংহের দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এ আসনের বর্তমান সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মদ। সুলতান মনসুর একসময় নৌকা প্রতীকে সংসদ সদস্য হলেও একাদশ নির্বাচনে তিনি দল ছেড়ে গণফোরামে যোগ দিয়ে জোট বদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।
মৌলভীবাজার-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন ব্যবসায়ী জিল্লুর রহমান। তিনি ওলিলা গ্রুপ নামের একটি ব্যবসায়ী গ্রুপের পরিচালক এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা কমিটির উপদেষ্টা। এ আসনের বর্তমান সংসদ সদস্য মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
বাকি দুই আসেন বর্তমান দুই সংসদ সদস্য মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন এবং মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ দলের মনোনয়ন পেয়েছেন।
হবিগঞ্জের চার আসনের মধ্যে দুটিতে নতুন মুখ। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য শাহ নওয়াজ গাজীর (মিলাদ গাজী) স্থলে নৌকার মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী। একইভাবে হবিগঞ্জ-২ আসনে চমক দেখিয়ে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন আহমদের ছেলে ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খানের স্থলে মনোনয়ন পেলেন।
বাকি দুই আসনে কোনো পরিবর্তন আসেনি। হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির ও হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী মনোনয়ন পেয়েছেন।
সুনামগঞ্জের ৫ আসনের তিনটিতে নতুন মুখ। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের জায়গায় দলীয় মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। একইভাবে সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ভাই আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী)। তিনি বর্তমান সংসদ সদস্য ও দলের প্রয়াত প্রভাবশালী নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তকে পেছনে ফেলে মনোনয়ন পেয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ-৪ আসনে নতুন মুখ ড. মুহাম্মদ সাদিক। তিনি পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান।
জেলার বাকি দুই আসনে বর্তমান সংসদ সদস্যরাই ফের মনোনয়ন পেয়েছেন। তারা হলেন সুনামগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক।
এএফ/১০