সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৫, ২০২৩
০৫:১১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২৩
০৬:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ২৭ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ওই কিশোরীকেও উদ্ধার করা হয়।
আটকের পর আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের মামলায় ভুক্তভোগীর ভগ্নিপতিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নে বিয়ে করে অভিযুক্ত যুবক। বিয়ের পর তার কিশোরী শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৩০ অক্টোবর শ্যালিকাকে বেড়ানোর কথা বলে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক।
বিষয়টি জানতে পেরে তার শাশুড়ি থানায় অভিযোগ দিলে পুলিশ শুক্রবার সন্ধ্যায় ওই যুবককে উপজেলার নোয়ারাই এলাকা থেকে আটক করে।
এ সময় তার সঙ্গে থাকা কিশোরী শ্যালিকাকে উদ্ধার করা হয়। পরে শাশুড়ি জামাতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এএফ/১৫