ছাতক সংবাদদাতা
অক্টোবর ৩০, ২০২৩
০৮:৪৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৩
০৮:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে রেল লাইনের পাশে পরিত্যাক্ত অবস্থায় ২টি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার শিংগুয়া নামক স্থানে রেললাইনের পাশে দুটি মানব ভ্রূণ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ভ্রূণ দুটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রূণদুটির বয়স ৪-৫ মাসের হবে। তবে হাসপাতালে পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিত করে বলা যাবে।’
তবে কে বা কারা রেলের পাশে ভ্রূণদুটি রেখে গেছে তা এখনও সনাক্ত করা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
এএফ/০৬