ঘরে ঝুলছিল তরুণীর মরদেহ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৫, ২০২৩
১২:০১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৫, ২০২৩
১২:০১ পূর্বাহ্ন



ঘরে ঝুলছিল তরুণীর মরদেহ


সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে সাফিয়া আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ  উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর )সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড়  গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

সাফিয়া উপজেলার মৌলারপাড়  গ্রামের চান মিয়ার মেয়ে। তবে কি কারণে সাফিয়া আক্তার আত্মহননের পথ বেছে নিলেন তা জানা যায়নি।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, নিহত সাফিয়া ও তার ভাতিজা রোমন (১০)একই কক্ষে রাত্রিযাপন করেন। মঙ্গলবার ফজরের নামাজের পরে রোমন  মক্তবে পড়তে যান। রোমানকে মক্তব্যে এগিয়ে দিয়ে এসে পরিবারের সবার অগোচরে  সাফিয়া আক্তার নিজ বসতঘরের কক্ষে বসত ঘরের তীরের সাথে কাপড় পেঁছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সাফিয়ার ভাবী রেছমা আক্তার ঘরে ডুকে সাফিয়াকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে  চিৎকার শুনে পরিবারের লোকজন এসে  সাফিয়া আক্তারকে ফাঁস থেকে খুলে।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান  মৃতদেহ  উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বদরুল হাসান  বিষয়টি  নিশ্চিত করেছেন।


এএফ/০৯