শ্রীমঙ্গল প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৩
১২:৫৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২৩
১২:৫৯ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকার হোটেল মুন থেকে নিতাই দাস (৩০) নামে এক ব্যক্তির ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিতাই সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।
আজ শনিবার (২১ অক্টোবর) সকালে হোটেল কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
জানা গেছে, গত বুধবার নতুন বাজার এলাকার হোটেল মুন এর ২১৫ নম্বর কক্ষে উঠেছিলেন নিতাই।
বিষয়টি নিশ্চিত করে হোটেলের ব্যবস্থাপক মো. রাকিব মিয়া ওরফে রতন জানান, ‘সকালে পাশের একটি ভবনের একজন দেখতে পান কক্ষে ফ্যানের সঙ্গে নিতাইর দেহ ঝুলছে। তিনি তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
জিকে-০১/এএফ-০১