খেলা ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৩
১২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৩
১২:৩৬ পূর্বাহ্ন
জাতীয়
ক্রিকেট লিগের ২৫তম আসরের প্রথম রাউন্ডে আজ হ্যাটট্রিক করেছেন সিলেট বিভাগের পেসার
রেজাউর রহমান রাজা। একে একে ফিরিয়েছেন শহিদুল ইসলাম, কাজি অনিক ও আরিফ আহমেদকে।
সিলেটে
সাদমান ইসলাম ও নাঈম ইসলামের ফিফটিতে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪৩ রান করে
ঢাকা মেট্রো। ২৫১ রান করে ৮ রান এগিয়ে থাকে সিলেট। আজ সকালে নিজেদের দ্বিতীয় ইনিংস
শুরু করতে নেমে ২১২ রানে গুঁটিয়ে যায় ঢাকা মেট্রো। মার্শাল আইয়ুব ৫৭, নাঈম ইসলাম ৪৪
ও নাঈম শেখ করেন ৪১ রান। এই ইনিংসে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন রেজাউর।
রাজার
অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে শেষ মুহূর্তে ছেড়ে দিতে চাইলেন শহিদুল, ব্যাটের
বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ল তৌফিক খানের গ্লাভসে। প্রায় একই লাইনের পরের ডেলিভারি
দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দেন অনিক। আরিফকেও উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে
হ্যাটট্রিক পূর্ণ করেন রেজাউর। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এই কীর্তি গড়া ১৫তম
বোলার তিনি।
আরসি=-০৪