আফগানিস্তানের বিপক্ষে হার, বিকল্প ওপেনার না থাকার দায় তামিমকে দিলেন সাকিব

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৯, ২০২৩
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২৩
১২:৩৬ পূর্বাহ্ন



আফগানিস্তানের বিপক্ষে হার, বিকল্প ওপেনার না থাকার দায় তামিমকে দিলেন সাকিব


তামিম ইকবাল বিশ্বকাপ দলে নেই। ফিটনেসের কারণ দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ এই তামিম কিছুদিন আগেও অধিনায়ক ছিলেন। ওই সময় তিনি কোন বিকল্প ওপেনার তৈরি করেননি বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান।  আফগানিস্তানের কাছে হারের দায়ও সদস্য সাবেক অধিনায়কের ঘাঢ়ে চাপালেন সাকিব। 

ক্রীড়া বিষয়ক সম্প্রচার মাধ্যম টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে সাকিব দাবি করেছেন, দলে বর্তমান যে ওপেনার সংকট চলছে তার দায় তামিমের। চাপহীন সিরিজে বিকল্প ওপেনার তৈরি করা যেত। তিনি বিশ্বাস করেন যে, ছয় মাস সময় পেলে দু'জন ভালো ওপেনার তৈরি করা সম্ভব। 

সাকিব বলেছেন, 'আমি রেস্ট (বিশ্রাম) ও রোটেশন (ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো) পদ্ধতিতে বিশ্বাস করি। এখন আমাদের ওপেনার বা নাম্বার সেভেনে (ব্যাটার) সংকট চলছে। আমরা কি এই জায়গায় কাউকে ট্রাই করেছি? ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ে সিরিজে পয়েন্ট সিস্টেম ছিল না, তখন কাউকে ট্রাই করেছি। আমরা সিনিয়র কেউ না খেলে নতুন কাউকে না সুযোগ দিলাম, না ট্রাই করতে দেওয়া হলো।'

বিকল্প কোন ওপেনারকে কিছু ম্যাচ খেলিয়ে রাখলে এই সংকট তৈরি হতো না বলেও দাবি করেছেন সাকিব, ‌'একটা ওপেনার যদি ওই প্রেসারলেস (চাপহীন) সময়ে ১২টা ওয়ানডে খেলত, আমি নিশ্চিত ওখান থেকে দুইটা ওপেনার পাওয়া যেত। আপনি দেন ছয় মাস, দু'জন ভালো ওপেনার তৈরি হয়ে যাবে।'

বাংলাদেশ দলের এই বাজে পরিস্থিতির দায়ও তামিমকে দিয়েছেন সাকিব। তার দাবি, তামিম সিরিজের মধ্যে অবসর নিয়ে দলকে যে বাজে পরিস্থিতিতে ফেলেছেন তা দল এখনও কাটিয়ে উঠতে পারেনি, ‍"আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার একজনের ভুলে। ক্যাপ্টেন। এক ম্যাচ পরে সরে গেছে এই বলে যে, ‌'আমি ভাই ক্রিকেট খেলবো না।' বিশ্বের কোথাও আমি এমনটা দেখিনি। আমার মনে হয়, ওইটাই আমাদের এখনও রিকভারি করতে সময় লাগছে।"


এএফ/০১