সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩
০৪:২৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২৩
০৪:২৩ অপরাহ্ন
সিরিজের লিড নেওয়ার লক্ষ্য নিয়ে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
বৃষ্টির কারণে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে প্রথমবার এগিয়ে যাওয়ার চেষ্টা করবে দু’দলই। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে নিউজিল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করেছিল বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে সফরকারী নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর পর বৃষ্টির কারণে ৮ ওভার কমিয়ে ৪২ ওভারে নির্ধারিত হয় প্রথম ওয়ানডে। প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স চিন্তা মুক্ত করেছে টিম ম্যানেজমেন্টকে।
বাজে পারফরমেন্সে কারণে একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে গিয়েছিল মুস্তাফিজের। দলের প্রথম সারির বোলিং আক্রমনের অনুপস্থিতিতে বল হাতে জ্বলে ওঠেন মুস্তাফিজ। নিউজিল্যান্ডের টপ-অর্ডারকে ধসিয়ে দিয়ে ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন তিনি।
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।
এএন/০৬