পাকিস্তানকে হারানোর পর আজ স্বাগতিকদের মুখোমুখি ভারত

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২৩
০২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২৩
০২:৫৫ পূর্বাহ্ন



পাকিস্তানকে হারানোর পর আজ স্বাগতিকদের মুখোমুখি ভারত
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩


টানা তিন দিন ক্রিকেট খেলতে হচ্ছে ভারতীয় দলকে। সোমবারের ম্যাচের পরেই কোহলির কথায় ধরা পড়ল ক্লান্তি। জানালেন, শ্রীলঙ্কার গরমে খেলা খুবই কঠিন।

রবিবার খেলেছিলেন ২৪ ওভার। সোমবার খেলতে হল ৫৭ ওভার। মঙ্গলবার আবার মাঠে নেমে ১০০ ওভার খেলতে হতে পারে। এশিয়া কাপে ভারতের কঠিন সূচিতে ক্লান্তির কথা জানালেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে দলকে জেতানোর পরে জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির। পাশাপাশি এটাও বলে রাখলেন, টেস্ট ম্যাচে খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা। ফলে টানা তিন দিনই ভারতকে মাঠে থাকতে হচ্ছে।

ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরকে আগে ভাগেই কোহলি বলে দিলেন, “আমি অনুরোধ করব আপনি যাতে সাক্ষাৎকারটা খুব ছোট নেন। আমি প্রচণ্ড ক্লান্ত।” সেই ক্লান্তি নিয়ে মঞ্জরেকর প্রশ্ন করলেন কোহলির উদ্দেশে।

ভারতের প্রাক্তন অধিনায়ক একটানা বলে গেলেন, “মাঠে প্রচুর দৌড়ে রান নিয়েছি। প্রত্যেক সময়েই মনে হচ্ছিল, কাল আবার দুপুর ৩টের সময় আমাদের মাঠে নামতে হবে। ভাগ্য ভাল যে আমরা নিয়মিত টেস্ট খেলি। আমি ১০০টার উপর টেস্ট খেলেছি। তাই কী ভাবে পর দিন মাঠে নামতে হয় সেটা আমার জানা। তবে এটাও ঠিক, এই মাঠে প্রচণ্ড গরম। নভেম্বরে আমার ৩৫ বছর বয়স হবে। তাই শরীরের দিকে বাড়তি খেয়াল তো রাখতেই হবে। চাইব যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করতে।”

তবে ক্লান্তির বিষয়টুকু ছাড়া বাকি সময়ে কোহলি উৎফুল্ল। উচ্চকিত প্রশংসা করলেন কেএল রাহুলের। বললেন, “রাহুল শুরুটা খুব ভাল করেছি। আমার কাজ ছিল খুচরো রান নেওয়া। রান চুরি করতে আমার খুব ভাল লাগে। খুব চেষ্টা করি দ্রুত দৌড়ে দুটো রান নেওয়ার। আজ খুব সহজেই সেটা হয়েছে।”

এএন/০৫