খেলা ডেস্ক
আগস্ট ০৪, ২০২৩
০১:৪৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২৩
০২:৫২ পূর্বাহ্ন
অনিশ্চয়তা দূর করে তামিম ইকবালের এশিয়া কাপে খেলা একদম শেষ হয়ে গেল। এশিয়া কাপে না থাকার পাশাপাশি ওয়ানডে নেতৃত্ব থেকেও পুরোপুরি ছেড়ে দিলেন তামিম। আজ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বাসায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
সিদ্ধান্ত জানিয়ে জালাল ইউনুস জানান, ‘তাকে বলা হয়েছে দুই সপ্তাহ কমপ্লিট রেস্ট। কালকে পর্যন্ত এক সপ্তাহ। এরপর আরও এক সপ্তাহ আছে। এখানে ছোটখাট রিহ্যাব করতে বলা হয়েছে। ছোট খাট কিছু অনুশীলন এরকম। এখানের পর আরও দুই সপ্তাহ তাকে প্রপার নেটে অনুশীলন করার মতো ফিট হতে লাগবে। ওই সময়ে তো আমাদের দল এশিয়া কাপে চলে যাবে। তাই বিসিবি প্রধান থেকে শুরু করে চিকিৎসক সবাই একমত হয়েছে যে তামিমকে এশিয়া কাপে খেলানো সম্ভব হচ্ছে না। তামিম যেহেতু এশিয়া কাপে থাকছে না তামিম তাই অধিনায়কও থাকছে না।’
জালাল আরও জানান, ‘আমি আশা করি নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম ফিট হয়ে উঠবে। এবং বিশ্বকাপেও তাকে খেলানোর জন্য তাকে সবধরনের সহযোগীতা করা হবে।’
আরসি-০১