সাকিব এখন সেরা দশে

সিলেট মিরর ডেস্ক


মে ২৭, ২০২২
০৩:০৩ অপরাহ্ন


আপডেট : মে ২৭, ২০২২
০৩:০৩ অপরাহ্ন



সাকিব এখন সেরা দশে

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে বল হাতে ৯৬ রানে ৫ উইকেট নেন সাকিব আল হাসান। ৬১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারের এই নিয়ে তিনি ১৯তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন। এর মাধ্যমে  টেস্ট ইতিহাসে স্পিনারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারে সেরা দশে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারে ২৪তম স্থানে আছেন সাকিব।
ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারে ২৪তম স্থানে আছেন সাকিব।

এই ২৪ জনের মধ্যে স্পিনার ও পেসাররা একত্রেই আছেন। তবে এখান থেকে যদি পেসারদের নাম বাদ দেয়া হয়, তবে সাকিব চলে আসবেন ১০ম স্থানে। অর্থাৎ, টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ৫ উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে সাকিব এখন সেরা দশে।

সাকিবের আগে এই তালিকায় নাম লিখিয়েছেন  শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৬৭ বার), অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন (৩৭ বার), ভারতের অনিল কুম্বলে (৩৫ বার), রবিচন্দ্রন অশ্বিন (৩০ বার), হরভজন সিং (২৫ বার), শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৩৪ বার), অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট (২১ বার), নাথান লায়ন (১৯ বার) ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি (২০ বার)।

আরএম-০২