আইসিসি প্রধান আজ সিলেট আসছেন

খেলা ডেস্ক


মে ২৩, ২০২২
০২:৫০ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২২
০২:৫৮ অপরাহ্ন



আইসিসি প্রধান আজ সিলেট আসছেন


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নয়া (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে আজ সিলেট আসছেন। দুই দিনের সফরে গতকাল দুপুর  ঢাকায় এসেছেন তিনি। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে যান। এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অন্যান্য পরিচালকদের সঙ্গে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনাল উপভোগ করেন তিনি। ভবিষ্যত ক্রিকেটারদের সঙ্গে তোলেন ছবিও। ক্ষুদে ক্রিকেটাররা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর সন্ধ্যায় বিসিবির ডিনার পার্টিতে অংশ নেন তিনি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসবেন তিনি। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন মাঠে বসে দেখবেন আইসিসি চেয়ারম্যান। এছাড়াও এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা আছে বার্কলের।

এ ছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সেখানকার ক্রিকেট অবকাঠামো পরিদর্শনে যেতে পারেন তিনি। সফর শেষে আগামীকাল সকালে কলকাতা যাবেন আইসিসি চেয়ারম্যান। বিসিবির পাঠানো বিবৃতিতে এমনই জানানো হয়েছে। বার্কলের সফর সম্পর্কে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দুই দিনের সফরে ঢাকা এসেছেন আইসিসি চেয়াররম্যান। তিনি আমাদের ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখবেন। এ ছাড়া কিছু আলাপ-আলোচনা হবে।’

এএন/০২