হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শেন ওয়ার্ন

খেলা ডেস্ক


মার্চ ০৫, ২০২২
০১:২১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২২
০১:৪২ পূর্বাহ্ন



হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শেন ওয়ার্ন

রডনি মার্শের মৃত্যুর শোক এখনো কাটিয়ে ওঠেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট। এরই মধ্যে অস্ট্রেলিয়া জানতে পারল, আরেক কিংবদন্তি শেন ওয়ার্নও চলে গেলেন না ফেরার দেশে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন হয়ে মারা গেছেন।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ফক্স ক্রিকেট লেগ স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া ওয়ার্ন ম্যানেজমেন্ট এক বিবৃতি দিয়ে জানিয়েছে, সাবেক অজি ক্রিকেটার শেন ওয়ার্নকে তার থাইল্যান্ডের নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায়। কোন সাড়া শব্দ করছিলেন না তিনি। চিকিৎসকদের একটি দল তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তার পরিবার আপাতত এর বেশি কিছু না জানাতে অনুরোধ করেছেন।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯৯২ সালে তার টেস্ট অভিষেক হয়। ২০০৭ সাল পর্যন্ত টেস্ট খেলেছেন এই কিংবদন্তি লেগ স্পিনার। ১৪৫ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন। তিনি ১৯৪ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ২৯৩টি।

এদিকে শুক্রবার মারা গেছেন অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি উইকেটরক্ষক রোড মার্শ। তার মৃত্যুতে টুইট বার্তায় শোক প্রকাশ করেন ওয়ার্ন। লেখেন, ‘রোড মার্শের মৃত্যুতে শোকাহত। তিনি অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি। দেশটির অসংখ্য নারী ও পুরুষ ক্রিকেটারের উৎসাহের নাম ছিলেন মার্শ।

আরসি-১৩