সিলেটে থাকা আফগান দলের ১১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৫, ২০২২
১১:০৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২
১১:১৮ অপরাহ্ন



সিলেটে থাকা আফগান দলের ১১ জনের করোনা শনাক্ত

সিলেটে অবস্থানরত আফগানিস্তান ক্রিকেট দলের ২৩ জনের মধ্যে ১১ জনের শরীরেই মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি।

পজিটিভ হওয়া ১১ জনের মধ্যে ৮ জন হলেন ক্রিকেটার, বাকি ৩ জন টিম স্টাফ।

বিসিবির গণমাধ্যম কর্মকর্তা (সিলেট) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনাক্তদের আইসোলেশনে নেওয়া হয়েছে।

গত রবিবার আফগান ক্রিকেট দল সিলেটে এসে পৌঁছায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) অনুশীলনও করেছে তারা।

সিলেটে ১৯ তারিখ পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প করে চট্টগ্রাম চলে যাওয়ার কথা ছিল আফগানিস্তান দলের।

এনএইচ/আরসি-১৪