খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২২
০১:৪৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২২
০১:৪৪ পূর্বাহ্ন
ঘরোয়া ক্রিকেটের অন্যতম জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। আগামী ১৫ মার্চ থেকেই এই লিগ মাঠে গড়াবে বলে জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সিসিডিএম এই ঘোষণা দেয়।
মিরপুর শেরেবাংলায় বৈঠক শেষে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'আমরা আগামী ১৫ মার্চ থেকে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা করেছি।
১৪ মার্চ এই আসরের ট্রফি উন্মোচন করা হবে। এর আগে ২ এবং ৩ মার্চ ক্রিকেটারদের দলবদল অনুষ্ঠিত হবে। আমরা ৪০-৪৫ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করতে চাই। '
এবারের ডিপিএলে অংশগ্রহণকারী সকল ক্রিকেটারদের করোনার দুই ডোজ টিকা বাধ্যতামূলক করা হয়েছে। অংশগ্রহণকারীদের অবশ্যই করোনা নেগেটিভ হয়ে দলের ক্যাম্পে নূন্যতম বায়ো বাবল মেনে চলতে হবে। একজন বিদেশি ক্রিকেটার রাখা যাবে। তারা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। টুর্নামেন্টে রিজার্ভ ডে রাখা হবে।
আরসি-২১