জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২০
০২:২৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০২:২৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চিত্রশিল্পী প্রণব বণিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ৩ দিনব্যাপী ৭ম দ্বি-বার্ষিক চিত্র প্রদশর্নী আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সম্পন্ন হয়েছে।
জগন্নাথপুর আর্ট স্কুলের আয়োজনে আর্ট স্কুলের অধ্যক্ষ জুনেদ আহমদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, আর্ট স্কুলের শিক্ষিকা শিপা বেগম ও শিক্ষক কুশল কান্তি রায়। পরে চিত্র প্রদর্শনীর ৪ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গত রবিবার থেকে উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে এ চিত্র প্রদর্শনী শুরু হয়েছিল।
এএ/আরআর-১৭